কৃষক বন্ধু KRISHAK BANDHU ২০১৯ সালের জানুয়ারিতে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ প্রকল্প চালু করেন, যার লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গের সকল কৃষককে কৃষিকাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করা এবং কৃষকদের অকাল মৃত্যুতে কৃষক পরিবারগুলিকে সামাজিক সুরক্ষা প্রদানকরা।পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এই নতুন প্রকল্পটি চালু করেন।
Table of Contents
লক্ষ্য :Target
চাষ করে জীবিকা অর্জন করা চাষিদের প্রধান লক্ষ্য। চাষিরা রাতদিন অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে চাষ করে । গ্রীষ্ম,বর্ষা,শীত,ঝড়-বৃষ্টি ও বজ্রপাত উপেক্ষা করেই মাঠে ফসল ফলায়। সেই ফসল খেয়ে বেঁচে থাকি। আমরা গর্বিত চাষিদের জন্য।কিন্তু বর্তমানে চাষিদের অবস্থা করুন।চাষিরা ফসলের সঠিক দাম পাচ্ছেনা।এদিকে রাসাইনিক সার কীটনাশক কৃষিজ যন্ত্রপাতির দাম হূ হূ করে বেড়েই চলেছে।চাষ করতে চাষিদের মন ভেঙে যাচ্ছে।চাষিদের এই অবস্থা দেখে পশ্চিমবঙ্গ সরকার একটু দৃষ্টি দিয়েছেন।তাই চাষিদের জন্য একটা আর্থিক প্যাকেজের ব্যাবস্থা করে একটা প্রকল্প ঘোষণা করেছেন । নাম দিয়েছেন "কৃষকবন্ধু” "KRISHAK BANDHU" প্রকল্প ।
কৃষকবন্ধু কারা পাবেন ? Who Are Eligible For KRISHAK BANDHU ?
“কৃষক বন্ধু” “KRISHAK BANDHU” কিন্তু সকল চাষিরা পাবেনা ! যে সমস্ত চাষির নিজস্ব জমি আছে , নিজের নামে জমির দলিল ও পর্চা আছে । জমির পরিমাণ সর্বনিম্ন ৩-৫ কাঠা হলেও চলবে । যাদের বয়স ১৮ থেকে ৬০ বছর তারাই পাবে । পুরুষ ও মহিলা সকলেই এই প্রকল্পের সুবিধা পাবে ।
কৃষকবন্ধু কিভাবে আবেদন করবেন : How To Apply KRISHAK BANDHU ?
আপনি ভাবছেন আমি কিভাবে এই প্রকল্প পাবো ? এই প্রকল্পের সুবিধা পাবার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবেনা । আপনার পঞ্চায়েত সমিতির (BLOCK OFFICE) অধীনে A.D.O Office (Assistant Director of Agriculture) আছে যেটা আপনারা কিষাণমাণ্ডি নামে জানেন , সেখানে যান । অফিসারের সঙ্গে কথা ব্লুন আপনার সমস্ত কাজ হয়ে যাবে ।
কৃষকবন্ধু আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে ?
কৃষক বন্ধু KRISHAK BANDHU আবেদন করতে আপনাকে A.D.O অফিস যেতে হবে । আপনার সঙ্গে নিয়ে যেতে হবে — ভোটার কার্ডের জেরক্স , আধার কার্ডের জেরক্স , ব্যাঙ্কের পাশবই , জমির পর্চা ও দলিল , ২কপি পাসপোর্ট ছবি ও রিচার্জ করা মোবাইল নাম্বার । এইসব ডকুমেন্টের অরজিন্যাল অবশ্য সঙ্গে নিয়ে যাবেন । তবে লক্ষ্য করবেন আধার কার্ডে যে নাম আছে ব্যাঙ্কের বইয়ে যেন একই নাম থাকে । আগে আধার কার্ডে নাম ও ব্যাঙ্কের বইয়ে নাম ঠিক করবেন ।
Krishak Bandhu Form PDF 2025 :
Krishak Bandhu Status Check And K.B ID By Aadha Card And Voter Card In 2025 :
কৃষক বন্ধু KRISHAK BANDHU আবেদন হয়েগেলে আপনি কি ভাবে বুঝবেন ?
- প্রথমে আপনি আপনার মোবাইলে google ওপেন করেন
- ওপেন করে লিখেন বা মুখে ব্লুন কৃষকবন্ধু
- প্রথমে যেটি ইংলিশ এ লেখা আছে সেখানে টাচ করুন
- টাচ করলে দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য
- এখানে আপনার আধার কার্ড বা ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করুন
- সার্চ করার পর দেখতে পাবেন KB ID ,এই KB ID নাম্বার দেখতে পেলেই আপনি নিশ্চিত আপনার কৃষক বন্ধু হয়ে গেছে ।
কৃষকবন্ধু চেক করার জন্য আপনি এখানে টাচ করুন “কৃষকবন্ধু চেক ”
কৃষক বন্ধু KRISHAK BANDHU প্রকল্পে কত টাকা পাওয়া যায় ?
এই প্রকল্পের অধীনে সরাসরি সুবিধার মধ্যে রয়েছে চাষের উদ্দেশ্যে আর্থিক সহায়তা যা প্রতি বছর খরিফ এবং রবি মৌসুমে দুটি সমান কিস্তিতে সর্বোচ্চ ১০,০০০/- টাকা এবং সর্বনিম্ন ৪,০০০/- টাকা প্রাপ্য। ১ একর বা তার বেশি চাষযোগ্য জমির কৃষকরা বার্ষিক ১০,০০০/- টাকা সহায়তা পাওয়ার যোগ্য। ১ একরের কম চাষযোগ্য জমির মালিকানাধীন কৃষকরা আনুপাতিক ভিত্তিতে সহায়তা পাবেন, যা সর্বনিম্ন ৪,০০০/- টাকা সহায়তা সাপেক্ষে।
"কৃষক বন্ধু মৃত্যু বেনিফিট" প্রকল্পের আওতায়, ১৮ থেকে ৬০ বছর বয়সী কোনও কৃষকের মৃত্যু হলে, রাজ্য সরকার মৃতের পরিবারকে সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য এককালীন ২ লক্ষ টাকা অনুদান প্রদান করে।
How To Apply Deth Claim in KRISHAK BANDHU ?
কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি পেয়ে থাকেন, আর যদি মারা যান তাহলে আপনি “Krishak Bandhu Death Benefit” এর ২ লাখ টাকা পাবেন । কিভাবে আপনি এই সুবিধা পাবেন ? তবে আপনার বয়স অবশ্যই ১৮ থেকে ৬০ বছর হতে হবে । এই ২ লাখ টাকা পাবার জন্য যিনি মারা গেছেন তার ওয়ারিশদের যেকোনো একজন কে আবেদন করতে হবে । আবেদন করতে হবে ওফলাইনে । ওয়ারিশদের যেকোনো একজন কে আপনার পঞ্চায়েত সমিতির (BLOCK OFFICE) অধীনে A.D.O Office (Assistant Director of Agriculture) আছে যেটা আপনারা কিষাণমাণ্ডি নামে জানেন সেখানে যাবেন । সমস্ত তথ্য আপনি এই অফিসে পাবেন ।